আড়াইহাজার থানায় ‘ব্রহ্মপুত্র’ নামে নতুন একটি ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩০ জুলাই) দুপুরে আড়াইহাজার থানায় নতুন এই ভবনের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম(বার) ।

নবনির্মিত অফিসার ফোর্সের ব্যারাক “ব্রহ্মপুত্র ভবন” উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম(বার) এ ব্যারাকের শুভ উদ্বোধন করেন। অফিসার ইনচার্জ, আড়াইহাজার থানা জনাব আজিজুল হক হাওলাদার এর বাস্তবায়নে এ ব্যারাক উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ “সি” সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব আবির হোসেন। এসময় আড়াইহাজার থানার অন্যান্য অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

 

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।