taniya
বিনোদন: কণ্ঠশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদ সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন সবার কাছে। তবে এখন সেই ধারণা ভেঙেছে। সুখি দম্পতির সেই তকমা আর থাকছে না। এই দম্পতির দীর্ঘ ২৩ বছরের সংসার ভেঙে গেছে বছর খানেক আগে।
সোমবার (১৮ জুলাই) এস আই টুটুলের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে এসেছে। এরপরই টুটুল-তানিয়া দম্পতির ভাঙনের খবর সামনে আসে।
বিচ্ছেদ প্রসঙ্গে তানিয়া গণমাধ্যমকে জানান, ‘আমাদের সমঝোতায় ডিভোর্স হয়েছে। ও (এস আই টুটুল) ওর লাইফ নিয়ে ভালো থাকুক। তার জন্য আমার শুভকামনা থাকবে সব সময়।’
তানিয়ার সঙ্গে বিচ্ছেদের পর গত ৪ জুলাই আমেরিকা প্রবাসী শারমিনা সিরাজ সোনিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কণ্ঠশিল্পী এস আই টুটুল। বর্তমানে তারা দুজনেই নিউইয়র্কে রয়েছেন।
প্রসঙ্গত, ১৯৯৯ সালের ১৯ জুলাই বিয়ে হয় টুটুল-তানিয়ার। তাদের সংসারে রয়েছে তিন সন্তান। তারা হলেন- অনয়, শ্রেয়াস ও আরশ। এ ছাড়াও আয়াত ও সামিয়া নামে দুটি মেয়েকে দত্তক নিয়েছিলেন তারা।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।