আইন শৃঙ্খলায় পুলিশের ভুমিকা ও কার্যক্রম নিয়ে নরসিংদী জেলার আইন শৃঙ্খলা সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
আজ সোমবার (২৫ জুলাই) ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) কিশোরগঞ্জ জেলা সফরকালে নরসিংদী জেলায় যাত্রাবিরতি এ সভায় অংশগ্রহণ করেন।

 

সভায় নরসিংদী পুলিশ সুপার ও নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, পুলিশ জনগণের বন্ধু। জনগণের সেবাদানে সদা ব্যস্ত থাকবে পুলিশ। সমাজে যাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের যথাযথ আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সমাজ বিশৃঙ্খলায় অপরাধীরা যেন মাথাছাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে পুলিশ সদস্যেদের নজর রাখতে হবে।
এসময় ডিআইজি হাবিবুর রহমান নরসিংদী জেলায় অপরাধ ও সমাজ বিশৃঙ্খলারোধে পুলিশের ভুমিকার প্রশংসা করেন। সৎ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যেতে আহব্বত জানান।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।