সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্ম ব্যবহার করে একাধিক আইডি খুলে শতাধিক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে নাদিম হাসান নামের এক যুবক। এসকল নারীদের সাথে আপত্তিকর ছবি তুলে বিভিন্ন সময়ে হাতিয়ে নিয়েছেন টাকা। অবশেষে মুন্সিগঞ্জ সদর ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এই যুবক।

গতকাল শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ সদরের পানাম আমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাদিম হাসান দালালপাড়া এলাকার মৃত কাদির মিয়ার ছেলে। আটকের সময় নাদিমের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা ও পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তার মোবাইলে অসংখ্য আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে।

মুন্সীগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, এক নারীর অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মো. নাদিম হাসান নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি শতাধিক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে পরে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় করে আসছিলেন তিনি।

ওসি আরও জানান, আদালতে বিচারক আবদুল্লাহ ইউসুফের কাছে ১৬৪ ধারায় জবানবন্দিতে শতাধিক মেয়ের সঙ্গে সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন নাদিম। আসামিকে আদালতে সোপর্দের পর জেলহাজতে পাঠানো হয়েছে।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।