দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে কেভিন ফোর্ড কখনো ছুটি নেননি অফিস থেকে। তার এমন কাজে স্বীকৃতি স্বরূপ প্রতিষ্ঠান থেকে পেলেন প্রায় দুই কোটি টাকা!

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, বার্গার কিং নামে বেসরকারি ফুড চেইন একটি সংস্থার কর্মী কেভিন ফোর্ড। ২৭ বছরের কর্মজীবনে তিনি একদিনও ছুটি নেননি। এমনকি সাপ্তাহিক ছুটিও নিতেন না তিনি। কাজের প্রতি তার এই ভালবাসা, একনিষ্ঠ আচরণে মুগ্ধ হয়ে ফুড চেইন সংস্থাটি তাকে স্বীকৃত দিল শ্রেষ্ঠ কর্মীর। একইসাথে উপহার দিল এই বিশাল অংকের টাকা।

কেভিনকে সারপ্রাইজ দিতে কোম্পানিটি একগুচ্ছ উপহার দিয়ে একটি ব্যাগ তুলে দেয় কেভিনের হাতে। গতকাল ধরে সোশ্যাল মিডিয়ার নিউজফিডে ঘুরে বেড়াচ্ছে তার সেই উপহার পাওয়ার দৃশ্য। যেখানে ব্যাগ থেকে একের পর এক জিনিস বের করে দেখাচ্ছেন কেভিন। পেন থেকে চকলেট, মেমেন্টো, সিনেমার টিকিট ইত্যাদি নানা ছোটখাটো উপহারে ভরে গেছে তার ব্যাগ। এসব উপহারের কিছু দিয়েছে কোম্পানি আর বাকিটা সহকর্মীরা।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।