সারাদেশ: বাংলাদেশ বার কাউন্সিলের নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী সৈয়দ রেজাউর রহমান। বার কাউন্সিলের নবনির্বাচিত সদস্যদের প্রথম সভায় তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

বুধবার (২০ জুলাই) বিকেলে বার কাউন্সিলের সভাকক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট ফারহানা রেজা এ তথ্য নিশ্চিত করেন।

বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল উর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সভাপতিত্বে কাউন্সিলের প্রথম সভা বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। বার কাউন্সিল আদেশ ১৯৭২ এর ৬(৩) অনুচ্ছেদ অনুযায়ী সৈয়দ রেজাউর রহমানকে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও ১১(বি) অনুচ্ছেদ অনুযায়ী বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সদস্য নির্বাচিত করা হয়।

সৈয়দ রেজাউর রহমান বাংলাদেশ বার কাউন্সিলে সারাদেশের আইনজীবীদের ভোটে এ পর্যন্ত মোট ১০ বার নির্বাচিত হন। এছাড়া একবার বার কাউন্সিলে অ্যাডহক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বার কাউন্সিলের ইতিহাসে আইনজীবীদের নেতৃত্বে দেওয়ার ক্ষেত্রে অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানই সর্বাধিক বার নির্বাচিত হয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান দেশের বৃহত্তম আইনজীবী সমিতি ঢাকা বার এর সাবেক সভাপতি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য। সৈয়দ রেজাউর রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত ২৫ মে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল। এ প্যানেলের নেতৃত্ব দেন সৈয়দ রেজাউর রহমান। এর আগে ২০১৮ সালের ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।