IMG 20220721 035017

অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক একজন জনপ্রিয় পাবলিক স্পিকার। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ আন্তর্জাতিক অনেক পোগ্রামে দিয়েছেন বক্তব্যে। প্রেজেন্টেশন কিংবা পাবলিক স্পিচ দেয়ার ক্ষেত্রে কিভাবে ভয়কে দূর করে সহজে নিজেকে উপস্থাপন করা যায়— তা নিয়ে তার পরামর্শ তুলে ধরা হলো।

FB IMG 16583532891979210
টেডএক্স টল্ক-এ বক্তব্য দিচ্ছেন আয়মান সাদিক | ছবি: সংগৃহীত
প্রেজেন্টেশন কিংবা স্পিচ দেবার ক্ষেত্রে সব স্পিকারের মাথায়ই ‘লোকে কী ভাবছে’— নামের ভূতটা চেপে বসে! কিন্তু আশ্চর্য হওয়ার মতো ব্যাপার হলেও এটা সত্য যে, সামনে বসে থাকা প্রতিটি অডিয়েন্স চায় স্পিকারের কাছ থেকে নতুন কিছু শুনতে, জানতে ও শিখতে। তাই, হলভর্তি অডিয়েন্সের সামনে ভয় পেয়ে ঘাবড়ে না গিয়ে এই ভয়টা দূর করা প্রয়োজন! সবার সামনে স্টেজে কথা বলার ভয়টা কাটাতে চাইলে দুটো টিপস কাজে লাগতে পারে:
১. সময়ের আগেই ভেন্যুতে পৌঁছে যাওয়া! সম্ভব হলে আগে থেকেই স্টেজে উঠে কিছুক্ষণ হেঁটে জড়তা কাটিয়ে নেওয়া যেতে পারে! তাহলে, হলভর্তি দর্শকের সামনে মঞ্চে উঠলেও আর তেমন একটা অস্বস্তি লাগবে না!
২. দর্শকদের সাথে পরিচিত হওয়া গেলে বেশ সুবিধা পাওয়া যায়! পরিচিত লোকজনের সাথে হাসিমুখে আর চোখে চোখ রেখে কথা বলাটা অপেক্ষাকৃত সহজ।
আমার ক্ষেত্রে বেশ কাজে দিয়েছিলো এই টিপস দুটো।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।