images 17 4
৪ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসির বাসভবনের সামনে অবস্থানরত ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং রেজিস্ট্রার এস এম মনিরুল ইসলাম ৪ দিনের মধ্যে সকল দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় হলে ফিরেছেন ছাত্রীরা।
images 17 4
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি দাবি মেনে নেওয়া আশ্বাস দেওয়ায় হলে ফিরছেন ছাত্রীরা
বৃহস্পতিবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং রেজিস্ট্রার এস এম মনিরুল ইসলাম ৪ দিনের মধ্যে এসব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হলে ফিরে যান তারা।
তবে নির্ধারিত সময়ে দাবি মানা না হলে আবারও আন্দোলন করবেন বলে জানিয়েছে ছাত্রীরা।

images 18 6

ছাত্রীদের ৪ দফা দাবি—

১. ক্যাম্পাসে ২৪ ঘণ্টা নিরাপত্তা দিতে হবে। হল থেকে বের হওয়া বা প্রবেশের এবং মেডিকেলে যাওয়ার সময়সীমা তুলে দেওয়ার নির্দেশনা দিতে হবে।
২. যৌন নিপীড়ন সেল ভেঙে নতুন কার্যকরী সেল গঠন করতে হবে। সেলে বিচারের ব্যবস্থা করার জন্য সর্বোচ্চ সময়সীমা থাকবে ১ মাস। সেটি না হলে সেলের শাস্তির বিধান গঠনতন্ত্রে থাকবে।
৩. যৌন নিপীড়ন সেলে চলমান কেসগুলোর বিচার করতে হবে আগামী ৪ কার্যদিবসের মধ্যে।
৪. ৪ কার্যদিবসের মধ্যে বিচার না হলে প্রক্টরিয়াল বডি স্বেচ্ছায় পদত্যাগ করবে।
উল্লেখ্য, গত রোববার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোটানিক্যাল গার্ডেনে চবির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেন ৫ যুবক। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বুধবার রাতে চবি ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন ছাত্রীরা।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।