ব্যাপকহারে স্থানীয় মুদ্রার দরপতন হওয়ায় অর্থনৈতিক সংকট মোকাবেলায় তুরস্কে আবারো বিলম্বিত সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
আজ বৃহস্পতিবার (২১জুলাই) দিবাগত রাতে প্রেসিডেন্ট এরদোয়ান এক ঘোষণা জারী করে বিলম্বিত সুদের হার বৃদ্ধি করেছেন। এমনটিই জানা যায় আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদপত্রে।
জানা যায়, বিলম্বিত সুদের হার পূর্বে যেখানে ছিল ১৯.২% সেখানে আজ রাতে ঘোষণা দিয়ে ৩০% এর নির্ধারণ করেছেন এরদোয়ান।
পূর্বে যেখানে মাসপ্রতি এই সুদের হার ছিল ১.৬%, তা এখন বাড়িয়ে করা হয়েছে ২.৫%
অন্যদিকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সাধারণ সুদের হার গতবছরের ন্যায় একই (১৪%) থাকবে বলে ঘোষণা দিয়েছে।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।