104
‘জীবনে তো অনেক ভোট দেলাম, তক্তার বাক্স থেকে শুরু কইরা প্লাস্টিকের ভোটের বাক্স, সবটায় আমার ভোট দেওয়া আছে। তয় জীবনের শেষে আইয়া মেশিনে (ইভিএম) ভোট দেলাম। এইডাই মনে হয় আমার জীবনের শেষ ভোট।
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়ে এসব কথা বলছিলেন বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা গ্রামের শতবর্ষী সেকান্দার হাওলাদার (১০৪)। ১৫ জুন বোধবার দুপুর ২টার দিকে ইউনিয়নের চন্দনতলা মাদ্রাসার ভোটকেন্দ্রে ভোট তেন তিনি। এর আগে পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় বৃদ্ধ সেকান্দারকে ভোটকেন্দ্রে নিয়ে আসেন তার ছোট ছেলে খবির হাওলাদার।

 

আরও পড়ুন : কুসিক নির্বাচন : আচরণবিধি ভঙ্গের দায়ে ৯ জনের কারাদণ্ড

 

সেকান্দার হাওলাদারের ছেলে খবির হাওলাদার বলেন, বাবার শরীরের অবস্থা বেশি ভালো না। খেতে পারেন না কিছু। বাড়ি থেকে কেন্দ্র একটু দূরে হওয়ায় আমরা বলছিলাম কেন্দ্রে না আসতে। কিন্তু মানুষের কাছে ইভিএমের কথা শুনে তিনি ভোট দেওয়ার জন্য বায়না ধরে। তাই দুপুরের দিকে কেন্দ্রে নিয়ে আসি বাবাকে। প্রথমবারের মতো ইভিএমে ভোট দিতে পেরে বাবা অনেক খুশি।
উল্লেখ্য, বরগুনার পচাকোড়ালিয়া, ছোটবগী, বড়বগী, নিশানবাড়িয়া ও কড়ইবাড়িয়া ইউনিয়নে মোট ৬০ হাজার ৬৫৮ জন ভোটার । এর মধ্যে পুরুষ ভোটার ৩০ হাজার ৭০৫ জন এবং নারী ভোটার রয়েছেন ৩০ হাজার ১৫১ জন।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।