ddd
করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে শতকরা ৭০ ভাগই টিকা নেয়নি বলে  জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম। ২৪ জুলাই রোববার দুপুরে খুরশীদ আলম আরও বলেন, শতভাগ মৃত্যু নিয়ন্ত্রণ করতে না পারলেও করোনার টিকা এক ধরনের সুরক্ষা দেয়। টিকা নেওয়ার পরেও আক্রান্তদের ক্ষেত্রে জটিলতা অনেকাংশে কমে গেছে। তাই সবাইকে দ্রুত টিকার আওতায় আসতে হবে।
তিনি আরও বলেন, কিছুদিন আগে করোনার সংক্রমণ একেবারেই নিয়ন্ত্রণে চলে এসেছিল। কিন্তু হঠাৎ করে আবার সংক্রমণ বেড়েছে। টিকা সম্পূর্ণ প্রতিরোধ না করলেও অনেকটা সুরক্ষা দিচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যের ডিজি বলেন, টিকা কিছুটা হলেও সুরক্ষা দেবে। অনেক গবেষণা করে টিকা আবিষ্কার করা হয়েছে। নিশ্চয়ই এতে উপকার আছে।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।