সম্প্রতিতে বিভিন্ন নিউজ পোর্টালে একজন নারী জীবনকালে গড়ে ২৭ কেজি লিপস্টিক খায় এমন একটি প্রতিবেদন ঘুরে বেড়াচ্ছে।
গবেষণা থেকে প্রাপ্ত তথ্য হিসেবে প্রচার করা হলেও ২৭ কেজি লিপস্টিক খাওয়ার দাবির স্বপক্ষে কোন তথ্যসূত্র উল্লেখ করা হয়নি নিউজ পোর্টালে এবং তথ্যসূত্রহীন ভাবেই বিষয়টি ছড়িয়ে পড়েছে।
অস্ট্রেলিয়ার ক্যানবেরার ন্যাশনাল হেলথ অ্যান্ড মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের তথ্য মতে, একজন নারী তার জীবদ্দশায় গড়ে ৫০০ থেকে ১,৫০০ গ্রাম লিপস্টিক খেতে পারে, যদি সে একজন পরিমিত ও নিয়মিত লিপস্টিক ব্যবহারকারী হয়। তবে এ সংখ্যা নিয়েও সন্দেহের সুযোগ রয়েছে, কারণ লিপস্টিকের কিছু অংশ চুম্বন, চা-কফির কাপে লাগতে পারে অথবা তিনি মুছেও ফেলতে পারেন।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।