Bondor

বাংলাদেশের বৃহত্তর নদী বন্দর ও প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ বৈচিত্রের লীলাভূমি বন্দর উপজেলা।ঐতিহাসিক মিঃ হলওয়েল, মিঃ জেমস টেলার এবং আধুনিককালে আহম্মদ হাসান দানী এর মতে শীতলক্ষ্যা নদীর পূর্বতীরের বন্দরই ছিল সে সময়ের শাহ বন্দর। এতদাঞ্চলে বিভিন্ন ব্যবসার প্রসার ঘটায় এবং এলাকাটি নদী বন্দর হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ার কারণে প্রাচীন শাহ বন্দরের নামানুসারে এলাকাটির নাম বন্দর হিসাবে দেশে-বিদেশে পরিচিতি লাভ করে। যা পরবর্তীতে ১৯৬২ সনে বন্দর থানা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

বন্দর উপজেলা

উল্লেখ যে, সতেরোশ শতকে এ অঞ্চলে মুঘলবাহিনীর সঙ্গে কয়েকবার পাঠানবাহিনীর যুদ্ধ সংঘটিত হয়েছিল। বার বার বিভিন্ন যুদ্ধ বিদ্ধোস্থে ও এ অঞ্চলের জয় পরাজয় খেলায় অনেকটুকু ক্ষতির সম্মূখে পরেছিল ততকালীন এ অঞ্চল। সর্বশেষ ১৯৭১ সালের ৩ এপ্রিল সিরাজদ্দৌলা ক্লাব মাঠে পাকবাহিনী ৫৪ জন নিরীহ লোককে নৃশংসভাবে হত্যা করে। পরে ২২ নভেম্বর বন্দর থানার ধামগড় এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ লড়াইয়ের মধ্যদিয়ে ১৫ ডিসেম্বর অঞ্চলটি শত্রুমুক্ত হয়।

অতপর সময়ের সাথে পাল্লা দিয়ে অঞ্চলটি ধীরে ধীরে একটি উন্নত শহরের পরিণত হতে শুরু করে।তারই ধারাবাহিকতায় ১৯৮৩ সালে বন্দর থানাটি একটি মানউন্নিত উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করে এবং 1993 সালে শীতলক্ষা নদীর পূর্বতীরবর্তী কদমরসুল অঞ্চল পৌরসভার রূপ লাভ করে। কিন্তু 2011 সালের ৫ মে নারায়ণগঞ্জ মহানগর গঠিত হলে নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও কদমরসুল পৌরসভাকে বিলুপ্ত করা হয়। কিন্তু 2011 সালের ৫ মে নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও কদমরসুল পৌরসভাকে বিলুপ্ত ঘোষনা করে নারায়ণগঞ্জ মহানগর গঠন করা হয়।

gif maker

ঢাকা শহর থেকে এ উপজেলার দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। উপজেলার উত্তর ভাগ দিয়ে ঢাকা – চট্টগ্রাম মহাসড়ক এর অবস্থান। এই জনগোষ্ঠীর প্রায় ৩০% শতাংশ মানুষই চাকুরী করে জীবন নির্বাহ করে। আর এখানে কৃষি কাজে নিয়জিত রয়েছে প্রায় ৮% শতাংশ মানুষ। এই উপজেলায় নদী বন্দর হওয়াতে প্রায় 10 শতাংশ মানুষ নদী কেন্দ্রিক ব্যবসার সাথে জড়িত। এছাড়াও 25 শতাংশ মানুষ অন্যান্য ব্যবসা কেন্দ্রের সাথে জরিত রয়েছে। এখানে রয়েছে অসংখ্য মিল কারখানাহ কিছু তাত শিল্প প্রতিষ্ঠান। যার মধ্যে জুটমিল, টেক্সটাইল মিল, অয়েল মিল, ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও ইস্পাহানি এলাকায় শীতলক্ষা নদীর তীরে অবস্থিত আকিজ সিমেন্ট কারখানা অন্যতম। যা দেশীয় অর্থনৈতিক উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে।

৫৪.৩৯ বর্গ কি.মি. আয়তনের এ উপজেলায় রয়েছে অসংখ্য পুরাকীর্তি, পীর, ওলীদের মাজার বা আস্তানা ও দর্শনীয় স্থান। তার মধ্যে সিরাজ শাহ এর আস্তানা, সোনাকান্দা দুর্গ, হাজী সালেহ বাবার মাজার শরীফ উল্লেখযোগ্য। এ ছাড়াও রয়েছে বন্দর শাহী মসজিদ, দেওয়ানবাগ মসজিদ, সোনাকান্দা কেল্লা, নবীগঞ্জ কদমরসুল দরগাহ। বাংলাদেশের প্রাচীন নিদর্শনের মধ্যে বন্দর উপজেলার এ স্থানগুলো দিনে দিনে পর্য়টকদের জন্য খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। তাই ব্যবসায়িক ক্ষেত্র ছাড়াও সারাবছর বহু পর্য়টকদের আনোগোনা থাকে ঢাকার সন্নিকটে অবস্থিত নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এ উপজেলায়।

এই বিশাল জনগোষ্টির শিক্ষা ক্ষেত্র হিসেবে এখানে গড়ে উঠেছে ১টি মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজসহ , মোট ৫টি মহাবিদ্যালয় , ২০টি মাধ্যমিক বিদ্যালয়, ৮৬টি প্রাথমিক বিদ্যালয়, ও ৭টি মাদ্রাসা। তাছাড়াও বিবিধ শ্রেণিভুক্ত ও ব্যক্তিকেন্দ্রিক আরও শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান সহ বর্তমানে প্রস্তাবিত রয়েছে আরও অসংখ্যা শিক্ষা প্রতিষ্ঠান। যা উপজেলার শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা রয়েছে।

এ উপজেলার মাটিতে জন্ম নিয়েছেন মুক্তিযোদ্ধা, সমাজসেবকসহ দেশের গুরুত্বপূর্ণ মুহুর্তে অবদান রাখা অনেক ব্যক্তিত্ব, যাদের ত্যাগ ও মহিমায় উজ্জ্বল আমাদের বাংলাদেশ। উপজেলার স্বাস্থ্যখাতে যোগ হয়েছে ১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৪টি উপস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ৩টি মেডিকেল সাব সেন্টার, ও ৪টি ক্লিনিক। উপজেলার গরিব, অসচ্ছল জনগোষ্ঠিসহ সব ধরনের মানুষের চিকিৎসা সেবায় এই স্বাস্থ্যকেন্দ্র গুলো বিশেষ অবদান রেখে চলেছে।

বর্তমানের বন্দর উপজেলার উন্নয়নের গতিকে আরেক ধাপে এগিয়ে নিতে বিশেষ অবদান রেখে চলেছেন কয়েকটি সামাজিক সংগঠনসহ আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে পরিচালিত একাধীক এনজিও সংস্থা। এছাড়াও একটি আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করে চলেছেন, উপজেলার জনপ্রতিনিধিগণ।

শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্যে এই বন্দর উপজেলার মানুষ এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ধরে রেখেছে তাদের ঐতিয্য, কৃষ্টি। কিন্তু তবুও কিছু সন্ত্রাস, হত্যা , লুণ্ঠনের মত ঘটনার জন্য এই উপজেলার মানুষ কিছুটা ভিত সন্ত্রস্ত থাকে। যার থেকে মুক্তি ও মানুষের সার্বিক সাহায্যে এগিয়ে আসে বাংলাদেশ পুলিশের চৌকস টিম মেম্বার। যাদের অক্লান্ত পরিশ্রমে সমাজে এখন চাঁদাবাজ, লুণ্ঠন ও হত্যার মত কাজ অনেকাংশেই কমে এসেছে।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।