Musta
ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জাভেদ প্যাটেল একজন ক্রিকেটপ্রেমী মানুষ। এই কূটনৈতিক বাংলাদেশের বাঁ হাতি পেসার মোস্তাফিজুর রহমানের অনেক বড় ভক্ত।
ছেলে-মেয়েকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিয়ে ঘুরে গিয়ে তিনি দেখা পেলেন মোস্তাফিজের।  শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমন্ত্রণে মিরপুরে যান জাভেদ প্যাটেল। সময় কাটান মোস্তাফিজের সঙ্গে। দেখা পান মুশফিকুর রহিমেরও। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাভেদ জানান, বাংলাদেশের একটি ম্যাচ দেখার জন্য মুখিয়ে আছেন তিনি।
তিনি সাংবাদিকদের আরও জানিয়েছেন,‘আমরা মোস্তাফিজের সঙ্গে দেখা করেছি। তার অনেক বড় ভক্ত আমি। সে দিক থেকে তার সঙ্গে দেখা হওয়াটা আমার ছেলের জন্যও দারুণ কিছু। আমি বাংলাদেশে একটা ম্যাচ দেখতে সত্যি মুখিয়ে আছি। এই বছর আমার সে সুযোগ আছে। একটু আগে মুশফিকের সঙ্গেও আমাদের দেখা হয়েছে। বেশ ভালো লাগছে।’
জাভেদ বলেন, ‘আমি ক্রিকেটের অনেক বড় ভক্ত। বাংলাদেশে এসেছি ২০২০ সালে। আর এখানে নেমেই আমি চিন্তা করেছিলাম একটা ক্রিকেট ম্যাচ দেখব মাঠে বসে। কিন্তু কোভিডের কারণে সেটা সম্ভব হয়নি। তবে আজ এখানে আসতে পেরে এবং স্টেডিয়ামটি ঘুরে দেখতে পেরে আমি দারুণ আনন্দিত।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।