jayed khan
ক্রেতাদের কাছে আকর্ষণীয় করতে খামারীরা গরুর বিভিন্ন নাম ব্যবহার করে থাকেন যেমনটা ‘বস’, ‘রাজা বাবু’, সাকিব খান, বাহুবলি ‘টাইগার বাবু’সহ নানা ধরনের নাম দেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের খামারি ইউনুস মিয়া নিজের লালন-পালন করা একটি গরুর নাম রেখেছেন ‘জায়েদ খান’।
নবীনগর উপজেলার আহাম্মদপুর কুরবানির পশুর হাটে বিক্রির জন্য তোলা হয়েছে জায়েদ খানকে। প্রাথমিকভাবে গরুটির দাম হাঁকা হচ্ছে তিন লাখ টাকা। তবে ‘জায়েদ খানের’ দাম উঠেছে এক লাখ ৮০ হাজার টাকা।
খামারি ইউনুস মিয়া জানান, এবার কুরবানির পশুর হাটে তোলার জন্য তার খামারে ২২টির বেশি গরু লালন-পালন করেছেন তিনি। তাদের নিয়মিত খড়, ভুসি, কাঁচা ঘাস, কলা, খাওয়ানো হয়। রোগ-জীবাণুর হাত থেকে বাঁচতে প্রতিদিন সাবান-শ্যাম্পু দিয়ে গোসল করানো হয় এবং ছিটানো হয় ব্লিচিং পাউডার ও অ্যান্টিসেপটি স্প্রে।
চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত অভিনেতা জায়েদ খানের নামের ওই গরু নজর দেখতে হাটে ভিড় করছেন উৎসুক জনতা।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।