বিশ্ববাজারে এলএনজির দাম বৃদ্ধিতে কারখানায় গ্যাস উৎপাদন ব্যাহত হওয়ায় গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিংয়ে ভুগছেন সারাদেশের মানুষ।
সরকারের কর্মকর্তারা জানান, বিশ্ববাজারে দাম বাড়ার কারণে স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনছে না সরকার। ফলে গ্যাস সরবরাহ গত কয়েক দিনে ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে। ফলে কমাতে হয়েছে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। একইভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে তেলচালিত বিদ্যুৎকেন্দ্রও পুরোদমে চালানো যাচ্ছে না। বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে।
এমন পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় চাহিদার তুলনায় বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানগুলোকে কম বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হচ্ছে। ফলে অনেক এলাকায় অনিচ্ছাকৃত লোডশেডিং করতে হচ্ছে তাদের।

আজ রাত (০৬ জুলাই) ১০ ঘটিকায় বিদ্যুৎ বিতরণকারী শীর্ষ প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেড তাদের ফেসবুক পেজে গ্রাহকদের উদ্দেশ্যে এক বিজ্ঞপ্তিতে বলেন, গ্যাসের স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় চাহিদার তুলনায় ডিপিডিসিকে কম বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হচ্ছে। ফলে ডিপিডিসি’র অনেক এলাকায় অনিচ্ছাকৃত লোডশেডিং করতে হচ্ছে। সম্মানিত গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য ডিপিডিসি কর্তৃপক্ষের তরফ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। আপনার এলাকার সম্ভাব্য লোড শেডিংয়ের তথ্য জানতে ডিপিডিসি’র ওয়েবসাইট https://www.dpdc.gov.bd ভিজিট করুন অথবা https://dpdc.org.bd/site/nocs/load_shedding এ ক্লিক করুন। এছাড়াও যে কোন প্রয়োজনে ডিপিডিসি’র কল সেন্টার ১৬১১৬ এ যোগাযোগ করুন।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।