Picsart 22 07 01 22 02 55 989
বাংলাদেশ থেকে এই প্রথম স্থানান্তরিত নারী ট্রান্সজেন্ডার হিসেবে মনীষা মীম নিপুন (হিজরা) ডায়ানা পুরস্কার ২০২২-এর জন্য নির্বাচিত হয়েছেন।
মনীষা মীম নিপুন (হিজরা) পথচলা ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং বাংলাদেশের নির্বাহী পরিচালক।
উল্লেখ্য, ডায়ানা পুরস্কার হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর মধ্যে একটি, যা ৯-২৫ বছর বয়সি একজন তরুণকে তাদের সামাজিক কর্ম বা মানবিক কাজের স্বীকৃতিসরূপ দেয়া হয়। প্রিন্সেস অফ ওয়েলসের ডায়ানার স্মৃতি ধরে রাখতে এই পুরস্কার প্রবর্তিত হয়। পুরস্কারটি একই নামের দাতব্য সংস্থা দ্বারা দেওয়া হয় এবং এতে ডায়েনার দুই পুত্র; দ্য ডিউক অফ কেমব্রিজ এবং দ্য ডিউক অফ সাসেক্সের প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। মনীষা মীম নিপুন (হিজরা) ছাড়াও এ বছর আরো ৭ বাংলাদেশি তরুণ এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।