KHAIRUL BASAR
‘মিজানুর রহমান আরিয়ান রচিত ও পরিচালিত ওয়েব ফিল্ম নেটওয়ার্কের বাইরে নির্মিত হয় সদ্য বিশ্ববিদ্যালয় শেষ করা চার বন্ধুর আনন্দ–বেদনা, ভ্রমণ ও অপ্রত্যাশিত ঘটনা নিয়ে। এতে চার বন্ধুর চরিত্রে অভিনয় করেন শরিফুল রাজ, ইয়াশ রোহান, খায়রুল বাসার ও জুনায়েদ বোগদাদী।  মুন্না চরিত্র অভিনয়ে নিজের সেরা প্রতিভা দেখিয়ে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে নমিনেশন পেয়েছিলেন খায়রুল বাসার’।
চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে পজিটিভ থিংকের ক্যামেরায় খায়রুল বাসার জানিয়েছেন নেটওর্য়াকের বাইরে ওয়েব ফিল্মে কাজ করার পিছনের গল্প।

তিনি বলেন,  পরিচালক মিজানুর রহমান আরিয়ান একদিন আমাকে ডাকলেন। স্ক্রিপ্টটা পড়তে দিলেন আর বললেন এই গল্পটা করছি। তোমাকে চার বন্ধুর মধ্যে মুন্না চরিত্রে ভাবছি। যুক্ত হওয়ার ইচ্ছেটা জাগে স্ক্রিপ্টটা পড়ার পর। শুধু মুন্ন চরিত্র কেন; মনে হলে যেকোনো চরিত্র পেলেই করবো।
আমার চরিত্রটি ছিল মুন্না । ব্যক্তি জীবনে আমি খুব শান্ত স্বভাবের কিন্তু মুন্না একটু চটপটে স্বভাবের এই চরিত্রটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। কাজটি করার পর দর্শক খুব ভালোভাবেই নিল এই চরিত্রটি এবং এটার জন্যেই মননোয়ন পেয়েছিলাম।
খায়রুল বাসার আরও বলেন, নেটওয়ার্কের বাইরের সাথে আমরা যারা ছিলাম, ইয়াস, জুনায়েদ, শরিফুল রাজ, আমি। সবাই আমরা আসলেই বন্ধুর মতো ছিলাম। যে কদিন শ্যুটিং ছিল আমরা আসলেই বন্ধু ছিলাম। দর্শকরাও দেখতে পেলে বন্ধুর যেই আসল সম্পর্ক নেটওয়ার্কের বাইরেতে সেটা প্রকাশ পেল। এটা খুবই চমৎকার আমার কাছে দেখার পর আসলেই আমরা ৪টা বন্ধুকে দেখতে পেলাম একসাথে।
আমি অভিনেতা অভিনয় করতে চাই যেকোনো প্লাটফর্মেই। আমি অভিনয়টায় করতে চাই। আমাদের দেশের প্রেক্ষপটে ওয়েব সিরিজ যেগুলো হচ্ছে কন্টেন্টগুলো ভালো, ভালো কন্টেন্ট-এ কাজ করতে গেলে ভালো লাগে।  পরিসরটা ব্যপক প্রস্তুতিগুলো ভালো, এখানে অভিনয় করতে আমি অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।