Mahfuza Kiron
মেয়েদের ফুটবল ইউংয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে নিজের সেরাটা দিয়ে কাজ করে যাচ্ছেন মাহফুজা আক্তার কিরণ, বদলে দিয়েছেন দৃশ্যপট। সাফল্যের শুরু ২০১৭ সাল থেকে, সাফ অনুর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা আসে দেশের মাটিতে। ২০১৮ সালে সাফ অনুর্ধ্ব ২০১৮ চ্যাম্পিয়নশিপের এবং ২০২১ সালে সাফ অনুর্ধ্ব ২০১৮ চ্যাম্পিয়নশিপের ট্রফিটা নিয়ে মাথা উঁচু করে দেশে ফিরেন বাঘিনীরা। গেল ২৬ জুন ৬১ ধাপ এগিয়ে থাকা মালেশিয়ার বিপক্ষে বাংলাদেশের মেয়েদের রিসিজ জয়েটাও ছিল বড় অর্জন।

 

আরও পড়ুন :  ৬১ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়ার ৬-০ তে পরাজয়

 

২০১৪ সাল থেকে নিরবে নিভৃতে নারী ফুটবলকে এগিয়ে নিতে কাজ করে যাওয়া মাহফুজা কিরণ গড়ে দিয়েছেন বয়স ভিত্তিক দল। নারী ফুটবললিগ চালু করার মতো চ্যালেঞ্জিং কাজ করে মেয়েদের দক্ষতা বাড়ানো কাজটিও তার হাত ধরেই।
ভালো খেললে মেয়েদের উৎসাহ দেওয়া হয় না এমন কথা বলে জেলে খাটছে হয়েছিল মেয়েদের সাফল্যের রূপকার মাহফুজা কিরণকে, প্রতিনিয়ত চেষ্টা করে যাাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছে যেন মেয়ে ফুটবাররা সর্বোচ্চ স্বীকৃতি পায়।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।