ass
প্রেমের টানে বাংলাদেশের আসার ঘটনা এটি নতুন নয়। প্রায়ই বিভিন্ন দেশ থেকে তরুণী আসেন বাংলাদেশী ছেলেদের মেয়ের টানে। এবার  ২০ বছর বয়সী মালয়েশিয়ান তরুণী স্যান্ডি প্রেমের টানে এলেন রাজশাহীতে ।  মনের মেলবন্ধনের পর এবার বিবাহ বন্ধনে আবন্ধ হলেন তারা।
প্রেমিক জুলফিকার রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। প্রায় ৮ বছর আগে পড়ালেখার জন্য মালয়েশিয়ায় যান তিনি, সেখানে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন একটি চাকরিও করতেন। ওই সময় জুলফিকারের সাথে পরিচয় হয় এই তরুণীর এখন হলো পরিণয়।
বিয়ের পর জুলফিকার বলেন, এই বিয়ে নিয়ে আমার ভাই-বোন ও মা আত্মীয়-স্বজন সবাই খুব খুশি। স্যান্ডি আবারও প্রমাণ করলেন সত্যিকারের ভালোবাসা কোনো বাধা, ধর্ম ও ভাষা মানে না।  স্যান্ডি খ্রিষ্ট ধর্মাবলম্বী। সে ধর্মান্তরিত হয়েছেন  আমার জন্য, তার পরিবার ছেড়েছে। ধর্মান্তরিত হওয়ার পর তার নাম রাখা হয়েছে আলিশা অ্যানি। বাংলাদেশে এসে আমাকে বিয়ে করছেন। তার এই ভালোবাসা অবশ্যই আমার কাছে অনেক বড় প্রাপ্তি।
এদিকে মালয়েশিয়ার মেয়ে স্যান্ডি অর্থাৎ ভিনদেশী এই নববধূকে দেখতে এখন জুলফিকারে বাড়িতে ভিড় করছেন এলাকাবাসী।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।