FB IMG 1658310636622
আবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তার জন্য পরিবার থেকে পাত্রী দেখা হচ্ছে এবং সবকিছু ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে বিয়ে করবেন তিনি।
আজ বুধবার (২০ জুলাই) গণমাধ্যমে এমনটাই জানান শাকিব।

Screenshot 2022 07 20 15 51 01 076 com.facebook.katana

শাকিব বলেন, ‘চলার পথে একান্ত আপন কারো সহযোগিতা সবার প্রয়োজন, তাই পরিবার আমার জন্য পাত্রী খুঁজছে। হাতের সব কাজ শেষ করে হয়তো আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারি।’
যদিও শাকিব খানের এমন বক্তব্য নতুন নয়। বিয়ে প্রসঙ্গে প্রায়ই তিনি এই একই ধরনের বক্তব্য দিয়ে আসছেন গেল কয়েক বছর।
এর আগে ২০০৮ সালে অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেছিলেন শাকিব। প্রায় ১০ বছর পর বাচ্চাসহ সেই খবর প্রকাশ্যে নিয়ে আসেন অপু। যেটা শাকিবের মোটেই পছন্দ হয়নি। এরপর সেবছরই অর্থাৎ ২০১৮ সালে বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির। সাবেক এ দম্পতির আব্রাম খান জয় নামে এক পুত্রসন্তান আছে।
প্রসঙ্গত, শাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বসবাস করছেন। চলতি বছরে জুন মাসে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব স্বীকৃতি পান।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।