dhakaa
ঈদকে সামনে রেখে বেড়েছে মানুষের ব্যস্ততা। রাজধানীর পথে পথে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় । ৮ জুলাই শুক্রবার সকাল থেকেই নগরীর শ্যামলী, আসাদগেট, মোহাম্মদপুর, সায়েন্সল্যাব, শাহবাগ ঘুরে দেখা গেছে যানবাহনের তীব্র সংকট। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও মিলছে না যাত্রীবাহী বাস। এতে শুধু ঘরমুখো মানুষই নয়; যারা ঢাকায় ঈদ করবেন জরুরি প্রয়োজনে ঘর থেকে বেরিয়ে পড়ছেন চরম বিপাকে। গণ পরিবহণ সংকটের ফলে প্রয়োজনীয় কাজে যাতায়াতে ভোগান্তি বেড়েছে শহুরে মানুষের।

 

আরও পড়ুন : দেশে নিষিদ্ধ হলো আলোকসজ্জা!

 

ভোগান্তির এখানেই শেষ নয়। প্রতিটি বাসে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে বলেও অভিযোগ যাত্রীদের ।  এদিকে গণপরিবহনের ঘাটতির সুযোগে দৌরাত্ম্য বেড়েছে সিএনজি অটোরিকশা ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের। তারাও সুযোগ পেয়ে তারাও ভাড়া হাকাচ্ছে দ্বিগুণ।  াড়াম।ভ বভসিাস
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।