FB IMG 1658297078703
ট্রেনের টিকিট না পেয়ে ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে ট্রেন বন্ধ করল রাবি ভর্তিচ্ছুরা; অভিযোগ মাত্র ৪ মিনিটে সব টিকিট শেষ বলে কালো বাজারের মাধ্যমে চড়া দামে বিক্রি করা।
আজ বুধবার (২০ জুলাই) ২০২১-২২ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা তাদের আগামী ২৫ তারিখ অর্থাৎ বিজ্ঞান শাখার যারা আছেন তাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫ জুলাই পরীক্ষা, তারা ২৪ জুলাইয়ের টিকিট ক্রয় করতে চেয়েছিল। কিন্তু মাত্র ৪ মিনিটে সব টিকিট নাকি শেষ হয়ে যাওয়ায় এক পঞ্চামাংশ শিক্ষার্থী টিকিট ক্রয় করতে পারে নাই। এমন অবস্থায় শিক্ষার্থীরা রেল চলাচল বন্ধ করে দিয়ে আন্দোলন করেন।
শিক্ষার্থীরা জানান, মাত্র চারটি টিকিট তারা ক্রয় করতে পারছে। বাকিগুলো উধাও। টিকিট নিশ্চিত না হওয়ায় আমরা নিশ্চিত না ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবো কিন।
গত কয়েকদিন ধরে আলোচনায় রেলের ব্যবস্থাপনা নিয়ে। দুর্নীতি আর সিন্ডিকেট করে কালো বাজারের মাধ্যমে চড়া দামে বিক্রি বন্ধ নিয়ে নানা মহল থেকে বলা হচ্ছিল জোরেশোরে। এরমধ্যে এমন ঘটনা।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।