bd woman 1
আগের ম্যাচে মালয়েশিয়া নারী দলকে ৬ গোলে হারিয়েছিল বাংলাদেশ নারী দল। ২৬ সিরিজের শেষ  ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রতে। যদিও প্রথম ম্যাচ জেতায় দুই ম্যাচের সিরিজটি ১-০-তে জিতেছে বাংলাদেশ।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের প্রীতি ম্যাচে একের পর এক আক্রমণ হেনে প্রতিপক্ষকে রেখেছে তটস্থ। কিন্তু বাংলাদেশের কাঙ্ক্ষিত গোল আসেনি।
দুই ম্যাচ সিরিজের সেরা গোলাদাতা হিসেবে পুরস্কার পেয়েছে আখি খাতুন, সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার পেয়েছেন মারিয়া মান্ডা ।
বাংলাদেশ একাদশে ছিল : রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আঁখি খাতুন, মাসুরা পারভীন, মনিকা চাকমা, সানজিদা আক্তার (শামসুন্নার জুনিয়র), মারিয়া মান্দা, কৃষ্ণা রানী সরকার, সিরাত জাহান স্বপ্না (ঋতুপর্ণা চাকমা) ও সাবিনা খাতুন।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।