Shawon
দেশে একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করার কাজে সবার সহযোগিতা  চেয়েছেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

১৯ জুলাই মঙ্গলবার  হুমায়ুন আহমেদের দশম প্রয়াণ দিবসে নুহাশ পল্লীতে এসে তিনি বলেন। হুমায়ুন আহমেদের স্বপ্নের ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করা আমার একার পক্ষে সম্ভব নয়। তার স্বপ্ন অনুযায়ী আমি ক্যান্সার হাসপাতাল করার শক্তি অর্জন করতে পারিনি। সরকার যদি উদ্যোগ নেয় তাহলে হুমায়ুন আহমেদের সম্পদ দিতে তার পরিবার পিছপা হবে না। এ সময় তার সঙ্গে ছিল হুমায়ূনপুত্র নিষাদ ও নিনিত।

মেহের আফরোজ শাওন আরও বলেন, একটা ভালো খবর দেই, তা হলো হুমায়ুন আহমেদের আরেকটি স্বপ্ন ছিল তার গ্রামের স্কুল নিয়ে। সেটি অষ্টম শ্রেণি পর্যন্ত ছিল। এমাসেই সেটা এমপিভুক্ত হচ্ছে।

এ সময় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নিজ হাতে আঁকা ছবি দিয়ে নুহাশ পল্লীতে জাদুঘর প্রতিষ্ঠা করা করা হবে বলে জানান শাওন।

এর আগে হুমায়ূন আহমেদের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান শাওন ও তার দুই পুত্র। এরপর তারা মোনাজাতে অংশ নেন । হুমায়ূন  আহমেদের প্রয়াণ দিবসে নুহাশ পল্লীতে কোরআনখানির আয়োজন করা হয়। এতিম শিশুদের জন্য আয়োজন করা হয় ভোজনের।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।