rain e

আবহাওয়া : সারাদেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সাথে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও কয়েক যায়গায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, সোমবার ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সময়ে সারা দেশের দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। গতকাল দেশের আট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা আগের দিনের তুলনায় সামান্য কমেছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হলেও কমছে না তাপমাত্রা। ভারি বৃষ্টিপাত ছাড়া এই গরম কমার সম্ভবনা নেই। মাসের শেষের দিকে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।