sadat mahmud
নিজ বাসায় আত্মহত্যা করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক সাদাত মাহমুদ । তার লাশের পাশে সুইসাইড নোট পেয়েছে পুলিশ।
বুধবার (২৯ জুন) দুপুরে তার বাসায় নিজের রুমে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার লাশের পাশে পাওয়া সুইসাইড নোটে জানা গেছে, হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন। মূলত, লেখাপড়ায় গ্যাপ ও ব্যক্তিগত হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলি বাং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের এ কর্মকর্তা বলেন, বুধবার দুপুরে তিনি তার নিজ বাসায় আত্মহত্যা করেছেন। পরে তার লাশের পাশে পাওয়া সুইসাইড নোট থেকে জানা গেছে, তিনি হতাশায় ভুগে আত্মহত্যা করেন। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আমরা পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়েছি।
গত বছর এক রাতে ভিকারুন্নেসার সামনে ধর্ষণবিরোধী দেয়ালচিত্র আঁকা এবং লেখার জন্য পুলিশ তাকে গ্রেফতার করেছিল। পরে গ্রেফতারের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। জানা গেছে, করোনাকালে ইউল্যাবে শিক্ষার্থীর সেমিস্টার ফি মওকুফের আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।