TAMA MIRZA
রায়হান রাফি পরিচালিত ওয়েব চলচ্চিত্র খাচার ভেতর অচিন পাখিতে তমা মির্জা অভিনয় করেন পাখি চরিত্রে। অভিনয়ের নিজের শ্রেষ্ঠত্ব দিয়ে মনোনয়ন পায় চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে।
তমা মির্জা ও নির্মাতা রায়হান রাফি পজিটিভ থিংক এর ক্যামেরায় জানান খাচার ভেতর অচিন পাখি নির্মাণ ও সাফল্যের পিছনের গল্প।

 

রায়হান রাফি বলেন, আমার অভিনেত্রী অভিনেতারা আমাকে অনেক সহযোগিতা করে, এ জন্য কাজও ভালো হয়। কাজে যখন সম্মান পাওয়া যায় তখন ভালো লাগে। একটি পরিচালক বিভিন্ন ধরনের সিনেমা বানায়। মন যখন যেটা চায় আমি তখন সেটা বানানোর চেষ্টা করি। দর্শকের কথা অবশ্যই মাথায় রাখি। চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডে আমার চলচ্চিত্র থেকে ৫টি নমিনেশন এসেছে।  যেই কাজটিই করেন না কোনো সেটা মন দিয়ে করলে, স্বপ্ন যদি বড়ও হয় সেখানে পৌছানো সম্বভ।
তমা মির্জা বলেন, এই আমি থেকে সিনেমায় পাখি হয়ে ওঠাটা অনেক কঠিন ছিল। যেই কাজটি করে দেখিয়েছেনি তিনি আমার পরিচালক রায়হান রাফি। খুব সকালে শ্যুটিং এর সময় থাকে। দেখা যায় সারা রাত শ্যুটিং করতে হয়।  কাজের সময় যিনি আমার পাশে থাকেন তিনি আমার মা । এবং তিনি পুরো সময়টাজুড়ে আমার পাশে থাকেন, তারপরও পাশে এসে বলেন আরও ভালো করতে হবে আরও সুন্দর করে করতে হবে। খুব ভালো হচ্ছে। এটা আমার প্রথম ওয়েব চলচ্চিত্র, এবং আমার প্রিয় পরিচালকের সাথে করা সব মিলিয়ে ভালো লাগছে। আমার চরিত্রের নাম ছিল পাখি। পাখির গল্প অনেক বড় সেটা বলে শেষ করা যাবে না । প্রাপ্তির জায়গাটা হলো, সিনেমার পাখি ও তমা মির্জা দুটো আলাদা চরিত্র।

 

আরও পড়ুন : মায়ের অনুপ্রেরণায় অভিনেতা হয়েছি : ইয়াশ রোহান

 

তমা মির্জা একজন বাংলাদেশী অভিনেত্রী, ২০১৫ সালে নদীজন চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।  তমা মির্জার শৈশব কাটে বাগেরহাটের কচুয়ায়। সেখানে মাধ্যমিক পাশ করার পর ঢাকায় এসে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভর্তি হন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। উচ্চমাধ্যমিকে পাশ করার পর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করেন। ২০১৯ সালের ৭ মে তিনি বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক হিশাম চিশতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।