মাগুরায় খুলনা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) লাবনী আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের নানাবাড়ি থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় অ্যাডিশনাল এসপির মরদেহ উদ্ধার হয়।
লাবনী আক্তারের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল হাসান।
তবে কি কারণে এ হত্যাকান্ড হতে পারে তা এখনো জানা যায়নি। পুলিশ জানান, আমরা খুব দ্রুতই তদন্তে নামব। আশাকরি শিগগিরই এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা হবে।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।