daba
সেতুর নকশা দেখে বিস্মিত হবেন কেউ। সেতুটি সাজানো হয়েছে দাবার বোর্ডের আদলে, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এমন একটি সেতু দেখা মিলেছে ভারতের চেন্নাইয়ে।
চেন্নাইয়ে ৪৪তম দাবা অলিম্পিয়াডের আসর বসতে যাচ্ছে, চেন্নাইয়ের মহাবলিপুরমে আগামী ২৮ জুলাই থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। সে উপলক্ষেই শহরের নেপিয়ার সেতুকে দাবার বোর্ডের আদলে সাজিয়ে তোলা হয়।

 

আরও পড়ুন : আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে তামিম

 

আবার কেউ কেউ সেতুর উপরে এই ধরনের সাজকে বিপজ্জনক বলে মত প্রকাশ করেছেন। কারণ এই ধরনের রঙয়ের প্রলেপের ফলে গাড়ির চালকদের মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে। আবার একজন আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দাবার বোর্ডের আদলে করা রঙয়ের প্রলেপের উপর দিয়ে গাড়ি চালাতে গিয়ে চালকদের দৃষ্টিভ্রম হতে পারে।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।