IMG 20220707 001906
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) শুদ্ধাচার পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ মৌলভীবাজার জেলার বন্যা কবলিত মানুষের কল্যাণে উপহার হিসেবে তুলে দেন তাদের হাতে।
গত বুধবার (৬ জুলাই) মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের হাতে এ অর্থ প্রদান করেন তিনি।
উল্লেখ্য, আইজিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার প্রধানগণের মধ্যে ২০২০-২১ অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেন। তখন তিনি পুরস্কার হিসেবে প্রাপ্ত সমুদয় অর্থ দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যাকবলিত মানুষের কল্যাণে প্রদানের ঘোষণা দেন।
এর আগে, বিকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে দুই দিনব্যাপী (০৫-০৬ জুলাই) ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার শেষ দিনে সভাপতি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।
আইজিপি সভাপতির বক্তব্যে বলেন, কোরবানির পশু পরিবহনে রাস্তাঘাটে কোথাও কোন ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। কোন সুনির্দিষ্ট কারণ ছাড়া কোরবানির পশুবাহী যানবাহন থামানো বা চেক করা যাবে না। এসময় পশুর হাটে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েনের নির্দেশ দেন আইজিপি।
আইজিপি আরো বলেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হবে। মহাসড়কে করিমন, নসিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকবে।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।