benazir ahmed

জাতীয়: বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সতর্ক করলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। ঘরের এসি ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরের তাপমাত্রায় ব্যবহারের নির্দেশ দিয়েছেন আইজিপি। তিনি বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে পুলিশ সদ্যেদের এ নির্দেশনা দেন।

রোববার (২৪ জুলাই) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশনা দেন। এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য ইউনিটের কর্মকর্তারা সেখানে উপস্তিত ছিলেন।

বেনজীর আহমেদ বলেন, পুলিশের সব ইউনিটে বিদ্যুৎসাশ্রয়ী এলইডি লাইটের ব্যবহার নিশ্চিত করতে হবে। ব্যারাকে ফ্যান এবং লাইটের ব্যবহার কমাতে হবে। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখতে হবে। পুলিশের বিভিন্ন স্থাপনায়, অফিস কক্ষে ব্যবহৃত বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার সীমিত রাখতে হবে।

আইজিপি দিনে সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করারও পরামর্শ দেন। তিনি সোলার প্যানেলের মাধ্যমে গ্রিন ও ক্লিন এনার্জি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এছাড়া বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশের সব পতিত ও পরিত্যক্ত জমিতে সবজি চাষ এবং জলাশয়ে মৎস্য চাষের নির্দেশনাও দেন আইজিপি।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।