images 15 1
পুলিশের আইজিপি বেনজির আহমেদ বলেন, ব্যক্তির স্বার্থ পেছনে পেলে জনগণের কল্যাণে দেশ ও রাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
গত বৃহস্পতিবার রাজশাহী সারদায় ট্রেইনি রিক্রুট বাংলাদেশ পুলিশ একাডেমির ১৬৪তম কনস্টেবল ব্যাচে কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেনজির আহমেদ আরো বলেন, পুলিশকে উন্নত বাংলাদেশের উপযোগী গড়ে তুলতে নিয়োগ পরিক্ষায় আধুনিকায়ন করে কনস্টেবল নেওয়া হচ্ছে, ফলে যোগ্যরা সুযোগ পাচ্ছেন। এখন যোগ্যতারভিত্তিতে পুলিশের পদোন্নতি ও জাতিসংঘে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হচ্ছে। কনস্টেবলদের যোগ্য হিসেবে গড়ে তুলতে আমরা নানাবিধ প্রশিক্ষণ দিচ্ছি।
এর আগে অনুষ্ঠানে যোগ দিয়ে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। ৬ মাস মেয়াদি দীর্ঘ এই প্রশিক্ষণে ৪৫৩জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।