abdul bari
রাজধানীর হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার উল্টোদিকে সড়কের পাশ থেকে ৮ জুন বুধবার সকালে বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজ চ্যানেলের প্রডিউসার আব্দুল বারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ খবরে শোকের ছায়া নামে তার গ্রামের বাড়িতে, পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে গ্রামের বাড়ি।  মা মোছা. আলেয়া খাতুন ও বাবা আবদুল্লাহ শেখ বুধবার দুপুরে সাংবাদিকদের উপস্থিতিতে ছেলে হত্যার বিচার দাবি করেন।
 এ সময় তারা বলেন, আব্দুল বারীর কোনো শক্র ছিল না, ঢাকার একটি মেসে থেকে চাকুরি করত। বিয়ের কথা চলছিল বাড়িতে এমন একটি সময়ে তাকে নির্মমভাবে  খুন করা হলো।
 আমরা তার হত্যারকারীর দৃষ্টামূলক শাস্তি চাই। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
আব্দুল বারীর মরদেহ পাওয়ার খবরে প্রতিবেশি, গ্রামবাসী ও স্বজনরা সেখানে ভিড় জমিয়েছেন। সকলের চোখই ছিল অশ্রুসিক্ত। উপস্থিতি সবাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে, বিভিন্ন গণমাধ্যমে আব্দুল বারীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধারের খবর পেয়ে বড় ভাই আব্দুল আলীম মরদেহ আনতে ঢাকায় গেছেন বলে জানান নিহতের পরিবার। আব্দুল বারীর বাবা আবদুল্লাহ জানান, টেলিভিশন চ্যানেলে সংবাদ পরিবেশন বা প্রচার নিয়ে আব্দুল বারীর সাথে ঢাকায় কারও কোনো ঝামেলা ছিল কিনা জানেন না। কিন্তু সিরাজগঞ্জে তার কোনো শত্রু ছিলনা। এলাকায় আব্দুল বারী ছিলেন সকলের স্নেহভাজন।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।