eid ticket
ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের টিকিট বিক্রি দ্বিতীয় দিনের মতো শুরু ২ জুলাই  শনিবার সকাল ৮টায়। মিলবে ৬ জুলাইয়ের টিকিট। শনিবার কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরুর ২০ ঘণ্টা আগেই শুক্রবার দুপুর ১২টা থেকে লাইন ধরেছেন টিকিট প্রত্যাশীরা।
আবার তাদের অনেকে লাইনে আছেন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে। মূলত তারা শুক্রবার টিকিট পেতে লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু তাদের আগে কাউন্টারের সামনে লাইনে ২০/২৫ জন বাকি থাকতে শুক্রবার দুপুর ১২টার আগেই টিকিট শেষ হয়ে যায়।
এ কারণে বৃহস্পতিবার এসে দীর্ঘ অপেক্ষা শেষে শুক্রবার টিকিট না পেয়ে, বাসায় না ফিরে শনিবারের লাইনে অপেক্ষা করছেন তারা। সব মিলিয়ে তাদের অপেক্ষা ৩৭ ঘণ্টার।
রাজধানীর কমলাপুর প্রধান স্টেশনের কাউন্টারের সামনে লাইনে অপেক্ষারত টিকিট প্রত্যাশীদের সঙ্গে কথা বলে এসব জানা গেছে।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।