images 18 2
বিশ্বের অন্যতম দুই পরাশক্তির দেশ ইউএসএ ও চায়নার বর্তমান জিডিপি যথাক্রমে $২০.৯৫ এবং $১৪.৭২ ট্রিলিয়ন মার্কিন ডলার, অপরদিকে উগান্ডায় মাটির নিচে মিলল ১২ ট্রিলিয়ন ডলারের সম্পদ!
সম্প্রতি উগান্ডায় এক সমীক্ষা চালিয়ে উগান্ডায় ৩১ মিলিয়ন ম্যাট্রিক টন সোনার সন্ধান পেয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১২ ট্রিলিয়ন মার্কিন ডলার। সেখানকার জ্বালানি ও খনিজ উন্নয়ন মন্ত্রনালয়ের এক মুখপাত্র সলোমন মুয়িতা বলেন, ‘বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্যই এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।’
দেশের অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য উগান্ডা সরকার, চীনা প্রতিষ্ঠান ‘ওয়াগাগাই গোল্ড মাইনিং’ কোম্পানিকে ইতিমধ্যে লাইসেন্সও দিয়েছে। এই কোম্পানি ২০১৬ সালে উগান্ডায় ২০০ মিলিয়ন ডলার মূল্যের গোল্ড রিফাইনারি নির্মান কাজও শুরু করেছিলো।
উগান্ডার স্হানীয় গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যায়, আবিষ্কৃত সোনা এই মুহূর্তেই তোলার প্রস্তুতি নিচ্ছে উগান্ডা সরকার।
স্থানীয়ভাবে গোল্ড রিফাইন উগান্ডার ওই অঞ্চলে কর্মসংস্থান বাড়াবে এবং এর পাশাপাশি সোনার খনির আশপাশের এলাকার বাসিন্দাদের জীবনযাত্রার মানও বৃদ্ধি করবে।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।