habbiganj
হবিগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদের পানি দ্রুত বেগে বাড়ছে। শহরবাসীর মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ১৯ জুন রোববার দিবাগত রাত ১১টা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শহরে এ খবর চাউর হতে থাকলে এ আতঙ্ক শুরু হয়।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অফিসিয়াল ফেসবুকে জানানো হয়, পানি উন্নয়ন বোর্ডের সবাই সারা রাত জেগে বাঁধ মনিটরিং করছে। পানি এখনো বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি অনেক দ্রুত বাড়ছে।

 

আরও পড়ুন : কুড়িগ্রামে বন্যায় মৎস্য খাতে ক্ষতি ৫৪ কোটি টাকা, পানির নিচে ১০ হাজার ৮৯৪ হেক্টর জমির ফসল

 

আশাজনক খবর হচ্ছে, চুনারুঘাটের বাল্লা সীমান্তে পানি ইতিমধ্যেই কমতে শুরু করেছে। শহরের অংশে নদীর পানি দ্রুত নেমে যাবে বলে আশা করছে মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহানেওয়াজ তালুকদার বলেন, শহরে খোয়াই নদের প্রধান পয়েন্ট হিসেবে মাছুলিয়াকে ধরা হয়। সেখানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল সন্ধ্যা ৬টায় চুনারুঘাটের বাল্লা পয়েন্টে নদীটি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।