bike

লাইফস্টাইল: ভাঙা ও এবড়ো-খেবড়ো সড়ক ধরে চলতে গেলে অনেক সময় মোটরসাইকেল স্লিপ করে। অনেক মোটরসাইকেল চালক এমন সমস্যায় পড়েছেন। তাঁদের জন্য উপায় বাতলে দিয়েছে হাইওয়ে পুলিশ।

ফেসবুক পেজে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক পোস্টারে বলা হয়, ‘আপনার কাছে যদি মনে হয় বাইক স্লিপ করছে, তাহলে পা নামিয়ে রাখুন। পা যদি নামিয়ে রাখেন, তাহলে আপনার বাইক ব্যালেন্স করতে আপনার সুবিধা হবে।’

পোস্টে আরও বলা হয়, ‘নিজের রাইডিং স্কিল বুঝে বাইক রাইড করুন। কে, কী ভাবল, সেদিকে খেয়াল না করে নিজের মতো বাইক নিয়ন্ত্রণ করুন।’

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।