1656427631459

এইচআইভি ভাইরাসে সৃষ্ট এইডস প্রতিরোধে পুলিশের করণীয় ও সেসব বিষয়ে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে ঢাকায় আয়োজিত হলো একদিনব্যাপি সচেতনতামূলক কর্মশালা।

আজ ২৮ জুন ২০২২ তারিখ সকাল ১১:০০টায় স্বাস্থ্য অধিদপ্তর, সেভ্ দ্য চিলড্রেন ও কেয়ার বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন অডিটরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জাতীয় এইডস প্রোগ্রাম ও স্বাস্থ্য সেবা অধিদপ্তরের পরিচালক জনাব ড.শাহ মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশনস্) মোঃ আবুল বাশার তালুকদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের কারিগরি উপদেষ্টা জনাব এজাজুল ইসলাম চৌধুরী, কেয়ার বাংলাদেশ-এর পরিচালক ড. ইখতিয়ার উদ্দিন খন্দকার, জাতীয় এইডস/এসটিডি নিয়ন্ত্রণের সহকারী পরিচালক ড.মোহাম্মদ মাহবুবুর রহমান, ন্যাশনাল এইডস/এসটিডি কন্ট্রোল, ও জাতীয় এইডস প্রোগ্রামের
ডেপুটি ডিরেক্টর ড. মোঃ আনোয়ারুল আমিন আখন্দ ও ডিজিএইচএসের প্রোগ্রাম ম্যানেজার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন সেইভ দ্যা চিলড্রেন থেকে সালিমা সুলতানা ও ডাঃ. মোঃ শহিদুল ইসলাম (মামুন)সহ স্বাস্থ্য অধিদপ্তর, সেভ দ্য চিলড্রেন ও কেয়ার বাংলাদেশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

কেয়ার বাংলাদেশ এর টিম লিডার আখতার জাহান শিল্পীর সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় মরণব্যাধী এইচআইভি/এইডস্ প্রতিরোধকল্পে বাংলাদেশ পুলিশ কি কি সহযোগীতা করতে পারে তা নিয়ে আলোচনা করেন। পুলিশ সদস্যেদের দেয়া কারিগরি প্রশিক্ষণ। জানা যায়, কর্মশালায় ঢাকা রেঞ্জের বিভিন্ন ইউনিটের কনেস্টবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার উন্নিত হওয়া ৪০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।