RRESIDENT
ভারতের নির্বাচন কমিশন জানিয়েছেন দেশের পরবর্তী প্রেসিডেন্ট নির্ধারণে আগামী ১৮ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ২১ জুলাই ভোট গণনা হবে এবং আগামী ২৫ জুলাই শপথ নেবেন নতুন প্রেসিডেন্ট।
ভারতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে ঝাড়খণ্ড রাজ্যের সাবেক গভর্নর দ্রৌপদী মুর্মুকে। বলা হচ্ছে তিনি দেশটির প্রথম আদিবাসী নারী ও কম বয়সী হিসেবে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।
দ্রৌপদী মুর্মু এর জন্ম ১৯৫৮ সালের সালের ২০ জুন । তিনি ওড়িশার ময়ূরভঞ্জ জেলার বাইদাপোসি গ্রামে বিরাঞ্চি নারায়ণ টুডুর কাছে একটি সাঁওতালি উপজাতি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এবং দাদা উভয়েই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার অধীনে গ্রামপ্রধান ছিলেন। দ্রৌপদী মুর্মু ভারতীয় জনতা পার্টির সদস্য। তিনি ২০২২ সালের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিজেপি-নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের আনুষ্ঠানিক মনোনীত প্রার্থী হন । এর আগে ২০১৫ সালে থেকে ২০২১ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের নবম রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

 

Murmu

 

১৯৯৭ সালের রায়রাংপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর নির্বাচিত হন। ভারতীয় জনতা পার্টি তফসিলি উপজাতি মোর্চা-এর জাতীয় সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
ওড়িশায় ভারতীয় জনতা পার্টি এবং বিজু জনতা দলের জোট সরকারের সময়, তিনি ৬ মার্চ, ২০০০ থেকে ৬ আগস্ট, ২০০২ পর্যন্ত বাণিজ্য ও পরিবহন এবং ৬ আগস্ট ২০০২ থেকে ১৬ মে ২০০৪ পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়নের স্বতন্ত্র দায়িত্বসহ রাজ্য মন্ত্রী ছিলেন।
মুর্মু ২০০৭ সালে ওড়িশা বিধানসভা দ্বারা শ্রেষ্ঠ বিধায়কের জন্য নীলকণ্ঠ পুরস্কার লাভ করেন।
তিনি ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল এবং ওড়িশার প্রথম মহিলা আদিবাসী নেত্রী যিনি ভারতের কোনো রাজ্যে গভর্নর হিসেবে নিযুক্ত হন। রাজনীতির এই জীবনে জড়ানো আগে মুর্মু একজন স্কুল শিক্ষক হিসাবে তার জীবন শুরু করেছিলেন।
 
আরও পড়ুন : পদ্মাসেতু নির্মাণের টাকা উঠলে দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানায়, ১৯৯৭ সালে রাজনীতিতে যোগ দেওয়া দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী নারী। ভারতের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন দ্রৌপদী মুর্মু। দেশটির বিরোধী দলগুলো নিজেদের প্রার্থী হিসাবে যশবন্ত সিনহার নাম ঘোষণা করেছে। তার বিরুদ্ধে লড়াইয়ে নির্বাচিত হলে ৬৪ বছর বয়সী দ্রৌপদী মুর্মুই হবেন ভারতের প্রথম আদিবাসী নারী প্রেসিডেন্ট।
নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তর থেকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এনডিএ পদপ্রার্থী হিসাবে দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।