Shihab
বয়সটা সবে মাত্র ১৪ ছুঁয়েছে। শিহাবকে শুধু বয়সের মানদণ্ডে আটকে রাখা যাবে না। স্কুল ক্রিকেটে নিজের দল রংপুর শিশু নিকেতনকে চ্যাম্পিয়ন করতে যেটা প্রয়োজন হয়েছে, তার পুরোটাই দিয়েছেন এই লেগ স্পিনার। নিজের জাদুতে বাজিমাত করে দলকে চ্যাম্পিয়ন করেই ক্ষান্তি যাননি, ফাইনাল সেরার পুরস্কারের সঙ্গে জিতেছেন টুর্নামেন্ট সেরা আর সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের ট্রফি। ক্রিকেটে এবারের আসরে নিয়েছেন ৩৩ উইকেট।
১৩ জুন সোমবার নারায়ণগঞ্জের শামসুরজোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে দাঁড়িয়ে শিহাব বলছিলেন, ‘মূলত চেষ্টা জাতীয় দলে খেলা। যেহেতু বাংলাদেশ দলে লেগ স্পিনার নাই আমি নিজেকে ওই ভাবে গড়ে তোলার চেষ্টা করছি। যেটা আমার এখন আছে আমি ওই গতিতে এগিয়ে যেতে চাই। আমি আরো ভালো করতে চাই। আসলে ছোটবেলা থেকে ইচ্ছা আমি একজন বড় মানের লেগ স্পিনার হব।’

shihabs

১৪ বছর বয়সেই বোলিংয়ের চারটি মৌলিক বিষয় আয়ত্ত করে ফেলেছেন। লেগ স্পিন, গুগলি, টপ স্পিন সঙ্গে স্লাইডারেও বেশ দক্ষ শিহাব। ফাইনালসহ চার ম্যাচে নিয়েছেন ৫টি করে উইকেট। এক ম্যাচে বাগিয়েছেন ৮ উইকেট।
মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে ১০৩ রানের লক্ষ্য দিয়ে ৪৩ রানে গুটিয়ে দেয় শিশু নিকেতন। এ ম্যাচেও পাঁচ উইকেট নেন শিহাব। তার অনবদ্য পারফরম্যান্স নজর কেড়েছে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনের। আলাদা করে ডেকে শিহাবের সঙ্গে কথাও বলেছেন সুমন।

 

আরও পড়ুন : আলোয় ঝলমলে পদ্মা সেতু 

 

স্কুল ক্রিকেটে অংশ নেওয়া প্রায় ৭ হাজার ক্রিকেটারদের মধ্য থেকে ১৫ জনের বিশেষ একটি টিম করা হবে, সে দলের শুরুর দিকেই শিহাবের নাম আছে বলা জানিয়েছেন, নির্বাচকের দায়িত্বে থাকা এক সদস্য।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।