আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন। ২৬ জুন সকাল থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ায় দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা সূচনা হবে সড়ক পথে।

১৮ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। রাত হলেই জ্বলে উঠে ঝলমলে বাতি। আলোকিত হয় পদ্মা।

 ১৩ জুন সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে মাওয়া প্রান্তের ল্যাম্পপোস্টে একসঙ্গে জ্বলে উঠে ২০৭টি বাতি। পদ্মা সেতুর মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ঝলমল করে জ্বলে বিদ্যুতের আলো।
গত ৪ জুন বিকেলে পরীক্ষামূলকভাবে প্রথম বৈদ্যুতিক বাতি জালানো হয় সেতুতে। ওই দিন সেতুর ১৪ নম্বর থেকে ১৯ নম্বর পিলারের মাঝামাঝি অবস্থানে থাকা ২৪টি ল্যাম্পপোস্টে বাতি জ্বালানো হয়েছিল। এরপর ১১ জুন পর্যন্ত পরীক্ষামূলকভাবে সেতুর সবকটি বাতি জালানো হয়। তখন সেতুতে জেনারেটরের মাধ্যমে বাতি জ্বালানো হয়েছিল।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির দেওয়া বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে এই প্রথম মাওয়া প্রান্তের ২০৭টি ল্যাম্পপোস্টে পরীক্ষামূলকভাবে বাতি জালানো হয়েছে। বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত ৮টা পর্যন্ত এই আলো জ্বালানো হয় পদ্মা সেতুতে।
তিনি বলেন, মঙ্গলবার জাজিরা প্রান্তের বাতিগুলো বিদ্যুৎ সংযোগের মাধ্যমে জালানো হবে। এরপর সম্পূর্ণ সেতুর বাতিগুলো এক সঙ্গে জালানো হবে। সম্পূর্ণ সেতুর বাতি একসঙ্গে জালাতে দুই-তিন দিন সময় লাগতে পারে।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।