dmp
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি বর্ণাঢ্য এক আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েঠে। ২৫ জুন শনিবার সকালে র‌্যালিটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির সদর দফতরর থেকে শুরু হয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা এতে অংশ নেন।
র‌্যালি শুরুর আগে ডিএমপির অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এবং একাগ্রতার কারণেই পদ্মা সেতু নির্মিত হয়েছে। আজ  পদ্মা সেতুর ঐতিহাসিক উদ্বোধন। সেই আনন্দের অংশীদার এবং গৌরবের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই র‌্যালির আয়োজন করেছে। জাতির যে আনন্দ, সে আনন্দের সঙ্গে সম্পৃক্ত হয়ে জাতির একটি অংশ হিসেবে এই আনন্দ র‌্যালিতে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছি। আমরা গর্ব অনুভব করছি। প্রধানমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’
এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণপদ রায় বলেন, ‘আমরা আনন্দিত আমরা উদ্বেলিত। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ  আনন্দ উদযাপন করছি। জাতির সঙ্গে আমরাও আজ পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান ভার্চুয়ালি দেখবো।’ পদ্মা সেতুর উদ্বোধন এবং বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান তিনি।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।