payel
হতে চেয়েছিল ক্রিকেটার তবে অর্থের অভাবে ক্রিকেট চালিয়ে যেতে না পারা আল কাফি পায়েল এখন ক্ষুদে ফুটবলার। ফুটবলের শুরুটা প্রাইমারি স্কুল জীবন থেকে। বঙ্গবন্ধু গোলকাপ টুর্নামেন্ট খেলে ফুটবলে স্থানীয়দের নজরে আসেন পায়েল। এরপর থেকে তার এগিয়ে চলা ।
বসুন্ধরা গ্রুপ পাইওনিয়র (অনুর্ধ্ব-১৫) ফুটবল লিগ ২০২১-২২’-এর ফাইনাল ম্যাচে দুই গোল করেন ক্ষুদে এই ফুটবলার আল কাফি পায়েল। ৮ জুলাই ২০২২ শুক্রবার বিকাল ৩টায় বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে “বসুন্ধরা কিংস এ্যারেনা’ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়  বরিশাল ফুটবল একাডেমি ও জারা গ্রীন ভয়েস কিশোর বাংলা ক্লাবের মধ্যকার ফাইনাল ম্যাচ। এতে ৩-৩ গোলে সমতায় খেলার নির্ধারিত ৯০ মিনিট শেষ হয়। পরে অতিরিক্ত ২০ মিনিট খেলা চালিয়ে গেলেও কোনো দলই পাইনি গোলের দেখা।

 

আরও পড়ুন : এক নজরে বিশ্বকাপ খেলার সময়সূচি

 

খেলার নির্ধারিত ৯০ মিনিটের দুর্দান্ত খেলেন পরিবেশবাদী সংগঠন  জারা গ্রীন ভয়েস কিশোর বাংলা ক্লাব।  তারা এগিয়ে থাকলেও সমতায় ফিরে বরিশাল ফুটবল একাডেমি। খেলা শেষে ট্রাইবেকারে জয় পাওয়া বরিশাল ফুটবল একাডেমির দলকে চাঙ্গা রাখা খেলোয়াড়  পায়েলের ২টি গোল কাজে দেয়, সমতায় আনে বরিশাল ফুটবল একাডেমিকে।
ম্যাচ শেষে আলাপচারিতায় কাফি বলেন, ক্রিকেট খেলা ব্যায়বহুল হওয়ায় চালিয়ে যেতে পারিনি অথচ ভালো খেলতাম। তবে ফুটবলও ভালো খেলি।
বসুন্ধরা গ্রুপ পাইওনিয়র (অনুর্ধ্ব-১৫) ফুটবল লিগের সাথে জড়ানো কথা জানতে চাইলে কাফি বলেন, এই লিগে খেলার জন্য যখন ট্রায়াল দিতে আসবো তখন আমার কাছে কোনো টাকা ছিল না, আমার পরিবারের কাছেও ছিল না । আমার মায়ের মুরগি ছিল সেগুলো বিক্রি করে আমাকে টাকা দেয়, আমি ট্রায়াল দিতে আসি এবং  টিকে যাই। মাগুরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণী পড়ুয়া এই শিক্ষার্থী স্বপ্ন দেখেন দেশের জাতীয় দলে খেলার। স্বপ্ন শুধু দেশেই রাখতে চান না, ইংলিশ প্রেমিয়ার লিগ খেলার ইচ্ছেটাও তার প্রবল।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।