Screenshot 20220709 095439

জাতীয়: জাপানের সাবেক দুইবারের প্রধানমন্ত্রী শিনজো আবে শুক্রবার (৮ জুলাই) এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হন এবং কিছু সময় পর মারা যান। জাপানের এই রাজনীতিবিদের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান।

শোক জানিয়ে তিনি তার ফেসবুকে একটি পোস্ট করেন। ফেসবুক পোস্টে ঢাকা রেঞ্জ ডিআইজি লেখেন, “জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে শুক্রবার নির্বাচনী প্রচারণাকালে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন। তার অপ্রত্যাশিত মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত।২০১৪ সালের ৬ সেপ্টেম্বর বাংলাদেশ সফরকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর জন্য আসলে সেখানে তাকে অভ্যর্থনা জানানোর বিরল সুযোগ আমার হয়েছিল। তিনি ছিলেন প্রখর মেধাসম্পন্ন একজন ব্যক্তি, শিষ্টাচারসম্পন্ন একজন কুটনৈতিক এবং বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে একজন অনুকরণীয় ব্যক্তিত্ব।জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শিনজো আবে ছিলেন বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু।তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে ৯ জুলাই শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করা হয়েছে।আমরা গভীরভাবে শোকাহত।”

শিনজো আবের মৃত্যুতে বিশ্বজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে। গভীর শোক জানিয়েছেন বিশ্ব নেতারা।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।