jo baiden

আন্তর্জাতিক: আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, ‘প্রেসিডেন্টের বয়স ৭৯ বছর। বুস্টার ডোজ তিনি দুবার নিয়েছেন। করোনা শনাক্তের পর তিনি বাড়িতে আইসোলেশনে আছেন। সেখান থেকে দায়িত্ব পালন করবেন।’

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্টের উপসর্গ মৃদু। তিনি প্যাক্সলোভিড অ্যান্টিভাইরাল ওষুধ খাচ্ছেন।

হোয়াইট হাউসের কোভিড সমন্বয়কারী ডা. আশিস ঝা বলেন, ‘প্রেসিডেন্ট ক্লান্ত ছিলেন। সর্দি ও শুকনো কাশি ছিল তাঁর। এই অবস্থায় রাতে ঘুমানোর চেষ্টা করেছিলেন প্রেসিডেন্ট। ভালো ঘুম না হওয়ায় পরদিন সকালে পরীক্ষা করেছিলেন।’

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।