train 1

সারাদেশ: রেল সেতুতে দাঁড়িয়ে ছবি তুলছিলেন তিন বন্ধু। এমন সময় ট্রেন চলে দ্রুত সেতু পার হয়ে যায় দুই বন্ধু। বাকী একজন হোঁচট খেয়ে পড়ে যান রেললাইনে। ট্রেনের নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে যায় লিজা (১৯) নামের ওই তরুণী।

শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তিতাস রেলসেতুতে এ ঘটনা ঘটে। লিজা আখাউড়া উপজেলার বড়কুড়িপাইকা গ্রামের লিটন ভূইয়ার মেয়ে। এ সময় উপস্থিত থাকা এক তরুণ মোবাইলে ঘটনার ভিডিওটি ধারণ করেন যা ফেসবুকে ইতোমধ্যে ভাইরাল হয়ে পড়েছে।

রেললাইনের ওপর পড়ে যাওয়ায় সামান্য আহত তিনি। তবে ভয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে আশেপাশের লোকজন উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তিনি তেমন কোনও আঘাত পাননি তবে মানসিক ভীতিতে আছেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সন্ধ্যায় তিতাস রেলসেতুতে ঘুরতে আসেন ওই তরুণীসহ তিনজন। তারা সেতুতে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আাসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি কাছে এলে ওই তিনজন সেতু অতিক্রম করার চেষ্টা করেন। দুজন সেতু পার হতে পারলেও ওই তরুণী হোঁচট খেয়ে লাইনের ওপর পড়ে যান। তবে তিনি এ সময় দ্রুত শুয়ে পড়ার কারণে অলৌকিকভাবে বেঁচে যান। এতে তিনি তেমন কোন আঘাত না পেলেও ভয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করমি বলেন, ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও দেখেছি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানতে পারিনি।

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।