রণি copy
দেশের নির্মাণ ও চলচ্চিত্রকে আরও সুদূর প্রসারিত করতে যাত্রা শুরু করে চরকি নামের একটি ওটিটি প্লাটর্ফম। ২০১৯ সালে ১২ জুলাই যাত্রা শুরুর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। এই প্রতিষ্ঠানটির প্রধান বাংলাদেশের টিভি নাটক ও চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনি।
রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন রনি । ২০১২ সালের ২১ জানুয়ারি আয়েশা প্রেমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
 কর্মজীবনের শুরুতে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন রনি। তার নির্মিত প্রথম টেলিফিল্ম ‘উড়োজাহাজ যেটা ২০০৬ সালে মুক্তি পায়। ২০১১ সালে নির্মাণ শুরু করেন তার প্রথম পরিচালিত চলচ্চিত্র চোরাবালি। অপরাধ থ্রিলার ধারার এই চলচ্চিত্রটি ২০১২ সালের ২১ ডিসেম্বর মুক্তি পায় এবং ওই বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চলচ্চিত্রটি ৫টি বিভাগে বিজয়ী হয়।
রেদওয়ান রনির পরিচালনায় উল্লেখযোগ্য চলচ্চিত্র চোরাবালি, মুক্তি পায় ২০১২ সালে, আইসক্রিম  নামের এই চলচ্চিত্র ‍মুক্তি পায় ২০১৬ সালে।
টেলিভিশন নাটক, টেলিফিল্ম, ছোট বড় ধারাবাহিক সব মিলিয়ে ১০০’র বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য, হাউসফুল, এফএনএফ, বহুরুপী হিমু, বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য ট্র্যাপ, বিহাইন্ড দ্য পাপ্পি , মানিব্যাগ জিম্মি।
চলচ্চিত্র ও টিভি নাটক নির্মাণের বাইরে গিয়ে কেন ওটিটি প্লাটর্ফম চালু করলেন এসব নিয়ে কথা বলেছেন চ্যানেল আইয়ের পজিটিভ থিংক এর ক্যামেরায়। জানিয়েছেন চ্যানেল আই মিডিয়া অ্যাওয়ার্ড এর গুরুত্বের কথা।

রেদওয়ান রনি বলেন, আমরা চেয়েছি এমন একটি প্লাটফর্ম বাংলাদেশে হোক যেই প্লাটফর্ম বাংলা কন্টেন্ট এর রাজধানী হবে। বাংলাদেশ থেকে প্রোডিউস হওয়া এক্সক্লুসিভ কন্টেন্ট হবে, ওয়ার্ল্ড ক্লাসিক। আমরা প্রিমিয়াম কন্টেন্ট প্রোডিউস করার পরিকল্পনা নিয়ে ‍শুরু করেছি। যাত্রা শুরুর পর দর্শকদের খুব ভালো সাড়া পেয়েছি। জনপ্রিয়তা পেয়েছি। সেই দিক থেকে বলবো আমরা খুব সৌভাগ্যবান।
রেদওয়ান রনি আরও বলেন, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাথে যুক্ত চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড এর নমিনেশই প্রমাণ করে আমরা মানসম্পন্ন কন্টেন্ট বানাচ্ছি।
 ২০২০ সালে মিডিয়াস্টার লিমিটেড একটি ওটিটি প্ল্যাটফর্ম চালু করার ঘোষণা দেয় এবং এর নাম দেয় চরকি। ২০২১ সালের এপ্রিল মাসে ভারতীয় হাইকমিশন চরকির সাথে ৩৮টি প্রামাণ্যচিত্র শেয়ার করে। ২০২১ সালের ১২ জুলাই, কোভিড—১৯ মহামারীর লকডাউনের কারণে অনলাইনে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন মাধ্যমে যাত্রা শুরু করে চরকি। ফিল্ম, ফান, ফুর্তি নীতিবাক্য দিয়ে যাত্রা শুরু করে। চরকির উদ্বোধনী অনুষ্ঠানে জয়া আহসান এবং আরো অনেক তারকা অনলাইনে যোগ দেন। চরকি বর্তমানে অ্যান্ড্রয়েড, আইওএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং স্মার্ট টিভির জন্য চালু আছে।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।