FB IMG 1658098078144
বেসরকারি প্রতিষ্ঠান যমুনা গ্রুপের পরিচালক (হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স) হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসু জিএস গোলাম রাব্বানী।
গত শনিবার (১৬ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের জব স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে নিজেই এ খবর জানান গোলাম রাব্বানী।
এমন পোস্ট করার পরপরই তার দলীয় নেতৃবৃন্দ, কর্মীরাসহ শুভাকাঙ্ক্ষীরা ফেসবুকে তাকে অভিনন্দন জানাতে শুরু করেন।
চাকরির বিষয় গোলাম রাব্বানী গণমাধ্যমকে বলেন, ‘আমি চাকরি পেয়েছি আরও আগে। অফিস শুরু করেছি গতকাল শুক্রবার থেকে। এখানে আমার কাজে কোন প্রেশার নাই। যেহেতু পরিচালক হিসেবে যোগ দিয়েছি কাজেই মালিকের পরেই আমার অবস্থান। যমুনা গ্রুপের মোট ৪১টি কনসার্ন। এগুলোর বিজনেস, ডেভেলপমেন্ট, রিসার্চসহ অন্য বিষয়গুলো দেখার দায়িত্ব আমার। বলা যায়, পরিচালক, অ্যাডমিনের যে কাজ, সেগুলো আমার করতে হবে। পাশাপাশি অন্য কাজও করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি ছাত্রলীগের সাবেক নেতাদের কর্মসংস্থানের জন্যও কাজ করব। তাদের যমুনা গ্রুপের ৪১টা কনসার্নের সঙ্গে ব্যবসার সুযোগ করে দেব।’
প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কথিত দুর্নীতির অভিযোগেছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কৃত হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ছিলেন।
এরমধ্যে ডাকসুর জিএস থাকাবস্থায় “টিম পজিটিভ বাংলাদেশ” নামে স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেন। সেখান থেকে সারাদেশে মানবিক কার্যক্রম পরিচালনা করেন। গরিব দুস্থদের সাহায্য সহযোগিতা করে থাকেন।
error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।