aisha 2

ঘনিয়ে আসছে কাতারে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ-২০২২। এই আসরকে ঘিরে সময় যতই গড়াচ্ছে ততই উত্তেজনা বাড়ছে ফুটবল বিশ্ব। খেলোয়াড়দের থাকা-খাওয়া থেকে শুরু করে স্টেডিয়াম তৈরি, সেচ্ছাসেবী প্রস্তুত, দর্শকদের নিরাপত্তা ব্যবস্থা—সর্বোপরি কোনো কিছুতেই কমতি রাখেনি কাতার। আর স্টেডিয়াম নির্মাণে শ্রমিক থেকে শুরু করে বিশ্বকাপে সেচ্ছাসেবী বাছাই— কাতার বিশ্বকাপ আয়োজনের প্রতিটি স্তরেই যেন জড়িয়ে আছে বাংলাদেশিরা। ঠিক তেমনি বাংলাদেশি একজন ডাক্তার; যার নাম আয়েশা পারভিন। তিনি কাতার বিশ্বকাপে একটি ভেন্যুতে ডাক্তার দলের প্রধান হতে যাচ্ছে। এর আগেও স্টেডিয়াম নাইন সেভেন ফোরে ফিফা আরব কাপে চিকিৎসাসেবা দেয়ার অভিজ্ঞতা রয়েছে ডাক্তার আয়েশা পারভীনের। সে অভিজ্ঞতার আলোকে গ্রেটেস্ট শো অন আর্থের সঙ্গী হওয়ার অপেক্ষায় এই বাংলাদেশি চিকিৎসক।

আয়েশা পারভীন ২০২১ আরব কাপে তারকা ফুটবলারদের খেলা দেখেছেন একেবারে কাছ থেকে। দিয়েছেন চিকিৎসা সেবা। কিন্তু ম্যাচ উপভোগের চেয়ে ডাক্তার আয়েশা পারভীনের দৌড়াদৌড়ি ছিল ফুটবলারদের সুস্থতা নিশ্চিতে।

শিক্ষা জীবনে ডাঃ আয়েশা চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে কাতার গিয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। তারপর থেকে সেখানে পরিবার নিয়ে বসবাস করছেন। বর্তমানে কাতার হামাদ জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিসিন কনসালটেন্ট দায়িত্বে রয়েছেন বাংলাদেশি এই চিকিৎস

error: কপি না করার জন্য আপনাকে ধন্যবাদ।